কালিয়াকৈরে চালককে জবাই করে অটোরিকশা ছিনতাই
আলহাজ হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা চালককে জবাই করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার বেলাবোহ এলাকায়।
নিহত ব্যক্তি হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বনগ্রাম এলাকার আব্দুল হালিমের ছেলে আজাদ শেখ ( ১৮)। সে উপজেলার হরিণহাটি মুন্সির টেক এলাকায় মনিরের বাসায় ভাড়া থেকে বিভিন্ন এলাকায় অটোরিকশা চালাতেন ।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল (০৪ ফেব্রুয়ারি) অটোরিকশা চালক আজাদ শেখ জীবিকার উদ্দেশ্যে তার বাসা থেকে আটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়। শনিবার রাতে নিহত অটোরিকশা চালক আজাদ শেখ বাড়িতে না ফিরলে তার পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায় নি ।
আজ রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বেলাবহ এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী । পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। পরবর্তীতে নিহতের লাশ দেখে পরিবারের লোকজন সনাক্ত করে যে এটি নিখোঁজ আটোরিকশা চালক আজাদ শেখের লাশ ।
কালিয়াকৈর থানার এসআই সাইফুর রহমান মুন্সী জানান, ঘটনাস্থল থেকে জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে। তবে আইনগত প্রক্রিয়া শেষে লাশটি গাজীপুর মর্গে প্রেরণ করা হবে ।