চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তল ও গুলিসহ ব্যবসায়ী আটক
মো.তারেক রহমান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার পথে অবৈধ দুটি বিদেশী পিস্তল ও আট রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন-র্যাব। এসময় তার কাছ থেকে চারটি ম্যাগজিন উদ্ধার করে র্যাব। মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের বেলাল বাজার এলাকা হতে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সুরানপুর গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে আব্দুর রাজ্জাক রাজু ।আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী সোনামসজিদ এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে তা গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকায় নিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে যাত্রিবাহী ভ্যান থেকে আব্দুর রাজ্জাক রাজুকে অবৈধ অস্ত্রসহ আটক করা হয়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় র্যাব।