প্রতিপক্ষকে ফাঁসাতে পিতাকে শ্বাসরোধ করে হত্যা
মোস্তাফিজার রহমান, গাইবান্ধা প্রতিনিধি

প্রতিপক্ষকে ফাঁসাতে গাইবান্ধার সাদুল্ল্যাপুরে আপন পুত্র তার পিতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর দীর্ঘ তদন্তশেষে (প্রায় সাড়ে চার বছর পর) বাদী পুত্র জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পিবিআই ।
গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা পিবিআই পুলিশ সুপার কতৃক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয়, সাদুল্লাপুর উপজেলার বৈষ্যনাথ গ্রামের বাসিন্দা সেকেন্দার আলী বাদশার সাথে পাশের বাড়ির আইয়ুব আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো ।
গত ৪ মে ২০১৮ ভোরে পুত্র জাহিদুল ও তার ৩ স্বজনসহ পিতা সেকেন্দার আলীকে বাঁশঝাড়ে ডেকে নিয়ে যায় এবং শ্বাসরোধ করে হত্যা করে । তারপর প্রতিপক্ষ আইয়ুব আলীকে হত্যা মামলায় ফাঁসাতে সাদুল্লাপুর থানায় ছেলে জাহিদুল ইসলাম বাদী হয়ে আইয়ুব আলী,রানু মিয়া ,ইউনুস আলী,মাহবুব রহমান ,রফিকুল ইসলাম সহ ৫ জনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত করতে গিয়ে পিবিআই আসামী সহ মামলার বাদী নিহতের পুত্র জাহিদুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পুত্র জাহিদুল ইসলামকে আদালতে নেয়া হলে তিনি পিতাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনা স্বীকার করেন ।