বাড়ির ছাদে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু, দুই শিশু আহত
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের মাওনা গ্ৰামে বাড়ির ছাদে বিদ্যুতায়িত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই শিশু। শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত শিশুর নাম মোঃ সাফাতুল (১৪)। সে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার মাধকোনা গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। সে তার বাবা- মা’র সঙ্গে মাওনা গ্ৰামের মোঃ জুয়েলের বাড়িতে ভাড়া থাকতো। এ ঘটনায় আহতরা হলো, মো. মমিনের ছেলে মোঃ রিফাত (১৪) ও মো. বাচ্চু মিয়ার ছেলে মারুফ (১৮)।
আহত মোঃ রিফাত জানায়, সাফাতুল শনিবার সকালে ঘুম থেকে উঠে ছাদে হাঁটাহাঁটি করছিল। এ সময় ছাদের পাশ ঘেঁষা বৈদ্যুতিক তারে জড়িয়ে পরে। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয় সে ও তার বন্ধু মারুফ। রিফাত বলে, আহত অবস্থায় সাফাতুলকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু সে রাস্তায় মারা যায়।
শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই মো. কবির হোসেন মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি মরদেহটির গ্ৰামের বাড়িতে নিয়ে গেছে স্বজনেরা। এ ঘটনায় কোনো অভিযোগ নেই।