শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে কৃষক খুন
রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে শাহজাহান (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকাল ১০ টার দিকে সদর উপজেলর চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ গ্রামে। নিহত শাজাহান ওই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার শাহজাহান প্রতিবেশী গাজীউর রহমান গাজীর কাছ থেকে ২৪ শতক জমি ৭০ হাজার টাকা দিয়ে বন্ধকী নেয়।
এরপর গাজীর ওয়ারিশরা শাহজাহানকে জমিতে যেতে বাঁধা দেয়। এসময় শাহজাহানের সাথে গাজীর ওয়ারিশদের বাকবিতন্ডার এক পর্যায়ে শাহজাহানকে পেটাতে থাকে। এক পর্যায়ে শাহজাহান মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হান্নান মিয়া জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে এছাড়া লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।