ভৈরবে নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু
জামাল আহমেদ, ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবের নিউটাউন এলাকায় নির্মাণাধীন ৫ তলা ভবন থেকে পড়ে মাসুদ রানা (৪০) নামের নির্মান শ্রমিকের মৃত্যু ঘটেছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার (৫ নভেম্বর ) দুপুর ২ টার সময় শহরের নিউটাউন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজাকাটা গ্রামের ইতালি প্রবাসী রুবেল মিয়া নিউটাউন এলাকাতে একটি ৫ তলা ভবন নির্মান করছেন। ঐ ভবনে নির্মান শ্রমিক হিসেবে কাজ করতেন মাসুদ রানা। আজ দুপুরে কাজ করার সময় অসতর্কাবস্থায় ৫তলার ছাদ থেকে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মাসুদ রানা পৌর এলাকার দড়িচন্ডিব গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
এ বিষয়ে ভৈরব থানা পরিদর্শক (তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা, জানান নিহতের স্বজনদের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশের সুরৎহাল রিপোর্ট তৈরি হচ্ছে।