ফেনীতে অজ্ঞাত গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় এক আসামী গ্রেফতার
তোফায়েল নিলয়,ফেনী প্রতিনিধি

ফেনীতে অজ্ঞাত গলাকাটা লাশ উদ্ধারে ঘটনায় আসামী মো.শরিফুল ইসলাম(২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে গার্মেন্টস মেশিনারাজি বোঝাই পিকআপভ্যানটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মঙ্গলবার (০৮ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানান ফেনী সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অংপ্রু মারমা।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৫ অক্টোবর রাতে একটি পিকআপে করে গামেন্টস মেশিনারিজ নিয়ে ঢাকা মিরপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করে। পথিমধ্যে কুমিল্লার মেঘনা টোলপ্লাজায় আসলে চা পানের বিরতি দেয়। এ সুযোগে গাড়ির হেলপার শরিফুল ড্রাইভার আবদুল খালেকের অনুমতি নিয়ে তার আরো সহযোগি ২জনকে গাড়িতে তোলে আবার যাত্রা শুরু করে।
ফেনী সিমান্তে আসলে ড্রাইভারকে নেশা জাতীয় পানিয় জুস পান করায় গাড়ির হেলপার শরিফুল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কসকা পৌঁছলে খালেক অচেতন হয়ে পড়ে। এসময় শরিফুলসহ আরো ২জন ড্রাইভারকে পিকআপের পিছনে কেবিনে নিয়ে মাথায় আঘাত করে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে রাস্তার পাশে ঝোপে ফেলে যায়। তারা পিআকসহ মালামালগুলো নিয়ে আবার ঢাকার উদ্দেশে রওয়ানা করে।
এমন লোমহর্ষক ঘটনার বর্নণা দিয়েছে ঘাতক শরিফুল। সে ১৬৪ধারা স্বীকারোক্তিমুলক জবানবন্ধি দিলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। আসামী শরিফুল নওগাঁ জেলার সাপাহারা থানার আইহাই গ্রামের মো. একরামুল ইসলামের ছেলে।
প্রসঙ্গত গত ৪ নভেম্বর ঢাকা চট্টগ্রাম মহা সড়কের কসকায় ঝোপের মধ্যে অজ্ঞাত পুরুষের পঁচা গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সে দিনই ফেনী মডেল থানায় মামলা করে পুলিশ। আসামী গ্রেফতারের পর পরিচয় নিশ্চিত হয়। নিহত আব্দুল খালেক (৪৫) বগুড়া জেলার কাহালু থানার অভিলম্ব গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।