কুমিল্লায় ভুয়া ডিবির ৭ সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার

তাওহীদ হোসেন মিঠু,কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ভুয়া ডিবি পরিচয়ে প্রতারণায় সাত সদস্যের একটি সংঘবদ্ধ চক্রকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ( ০১ নভেম্বর ২০২২) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো: আবদুর রহীম ও খন্দকার আশফাকুজ্জামান, ডিবি ওসি রাজেশ বড়ুয়া সহ সকল সাংবাদিকবৃন্দরা।

গত ৩১শে অক্টোবর প্রতারনার স্বীকার সাইফুল ইসলাম, কোতয়ালী মডেল থানায় একটি এজহার দায়ের করার পরিপেক্ষিতে কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন ভুয়া ডিবির একটি দলকে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে ব্যবহৃত ৯ টি মোবাইল, ১ টি ডিবি লেখা জ্যাকেট, ১ টি পুলিশের ব্যবহৃত হ্যান্ডকাপ, ২ রাউন্ড খয়েরী রং এর কার্তুজ গুলি ও ১ টি সুইচ গিয়ার জব্দ করা হয়েছে।

উক্ত আসামীরা করোনাকালীন সময়ে ভুয়া ডাক্তার সেজে করোনা সার্টিফিকেট জালিয়াতি সংক্রান্ত র‌্যাবের দায়ের করা একটি মামলায় কোতয়ালী মডেল থানায় তদন্তাধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button