কাপ্তাই হ্রদের বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির লংগদুর কাপ্তাই হ্রদের বালুভর্তি বোট ও স্পিডবোট এর মুখোমুখি সংঘর্ষে নিখোঁজ দুই এইচএসসি শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘন্টা পর নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটনের লাশ জেলেদের জালের সাথে উঠে আসে এবং ৪০ ঘন্টা পর কাট্টলী বিল থেকে শিক্ষার্থী এলিনা চাকমার লাশ হ্রদে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (০৫ নভেম্বর ২০২২) মধ্য রাত ২টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা জাল ফেললে জাল টানার পর জালের সাথে উঠে আসে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার লাশ। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে।
অন্যদিকে ৪০ ঘন্টা পর আজ( ০৬ নভেম্বর ২০২২) ভোরে কাট্টলী বিল এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী ইলিনা চাকমার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে।
এবিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, নিখোঁজের পর থেকে আমাদের সদস্যরা ফায়ার সার্ভিসের সাথে উদ্ধার অভিযানে অংশ গ্রহণ করেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত আমরা উদ্ধার অভিযান অব্যাহত রাখি। পরে গত মধ্য রাতে নিখোঁজ দুজনের মধ্যে একজনের লাশ জেলেদের জালে উঠে আসে। অপর একজনের লাশ আজ সকালে হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর কাট্টলী বিল এলাকায় বালু বোঝায় ট্রাকের সাথে স্প্রিড বোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় ৭ জন আহত হয় এবং ২ জন এইচএসসি পরিক্ষার্থী নিখোঁজ হয়। দুর্ঘটনার পর থেকে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান পরিচালনা করেন। গতকাল শনিবার দিন ভর ফায়ার সার্ভিসের ডুবুরীরা দুর্ঘটনা এলাকা ও আশপাশ এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে ব্যর্থ হয়। তবে শনিবার দিবাগত মধ্য রাত ২টার সময় জালের সাথে আটকে উঠে আসে নিখোঁজ রিটন চাকমার লাশ। পরে আজ ৬ নভেম্বর রবিবার সকালে এলিনা চাকমার লাশ হ্রদে ভেসে উঠলে তার লাশও উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।