খেলাধুলা

বিশ্ব রেকর্ড গড়লেন রোহিত শর্মা

মোহনা অনলাইন

টি-টোয়েন্টি ইতিহাসে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে দেশের হয়ে ১০০ ম্যাচ জয়ের বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

গতরাতে মোহালিতে আফগানিস্তনের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় ভারত। এই জয়ে বিশ^ রেকর্ডের মালিক হন রোহিত। বিশে^র প্রথম ক্রিকেটার হিসেবে দেশের  জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচ জয় করেন  তিনি।
রোহিতের পর দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ ম্যাচ জিতেছেন   পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার জার্সিতে ৭৩টি ম্যাচ জিতেছেন তিনি।
পরের দু’টি স্থানে আছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আফগানিস্তানের মোহাম্মদ নবি। নিজ নিজ দেশের হয়ে হাফিজ ও নবি ৭০টি করে ম্যাচ জিতেছেন।
২০০৭ সালে টি-টোয়েন্টি অভিষেকের পর ভারতের হয়ে ১৪৯টি ম্যাচ খেলেছেন রোহিত। ৩১ গড় ও ১৩৯ স্ট্রাইক রেটে ৩৮৫৩ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে যৌথভাবে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরির মালিকও রোহিত।
দেশের হয়ে শততম ম্যাচ জয়ের দিনে আফগানিস্তানের বিপক্ষে শূণ্যতে রান আউট হন ৩৫ বছর বয়সী রোহিত।
নারী বিভাগে  টি-টোয়েন্টি ক্রিকেটে  ইংল্যান্ডের ডানি ওয়েট ১১১, অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি ও এলিস পেরি ১০০টি করে ম্যাচ জিতেছেন।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button