জাতীয়

রোহিঙ্গা শরণার্থীদের জন্য অনুদান হস্তান্তর করল চীন দূতাবাস

মোহনা অনলাইন

রোহিঙ্গা শরণার্থীদের জন্য অনুদান হস্তান্তর করেছে ঢাকায় অবস্থিত চীন দূতাবাস।
নতুন বছরের শুভেচ্ছা স্বরুপ রোহিঙ্গাদের জীবন মান উন্নয়নের জন্য ল্যাপটপ, সেলাই মেশিন, শীতবস্ত্র,সোলার বিদ্যুৎ, ক্রীড়া ও সংগীত সামগ্রী তুলে দেয় চীনা দূতাবাস। বাংলাদেশের বেসরকারি সংগঠন আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশনের মাধ্যমে রোহিঙ্গা নারী, কিশোর ও কিশোরীরা এ অনুদান পাবে।

বুধবার (২৭ ডিসেম্বর) ঢাকাস্ত চীনা দূতাবাসে এ সকল অনুদান হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আমাদের সময়ের প্রতিধ্বনি ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও ইসি সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মনজুর কাদের (অব:) বলেন, চীনের পক্ষ থেকে এমন এক গুরুত্বপূর্ণ সময়ে উদার অনুদান অবশ্যই রোহিঙ্গা শরনার্থীদের জীবনমান উন্নয়নে সহায়তা করবে। বাংলাদেশ সবসময় আশা করে চীন এর মত বন্ধু প্রতিম দেশ বাংলাদেশের পাশে সবসময় থাকবে।

তিনি আরো বলেন, আমরা আশা করি চীন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্ত্তনে বিরাট ভূমিকা পালন করেব। এতই সাথে ব্রিগেডিয়ার জেনারেল মনে করেন, চীন ভবিষ্যতেও রোহিঙ্গা শরনার্থীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখবে।

এ প্রসঙ্গে বাংলাদেশে চীনের কনসুলার সং ইয়ান বলেন, বাংলাদেশের অকৃত্তিম বন্ধু হিসেবে চীন তার দ্বায়িত্ব পালন করছে এবং রোহিঙ্গা বাস্তচু্যত জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে সহায়তা দিচ্ছে। তবে এই সংকটের দীর্ঘস্থায়ী সমাধান নিহিত রয়েছে বাস্তচু্যত জনগোষ্ঠীর মায়ানমারে প্রত্যাবাসনে।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button