বন্যহাতির হামলায় এক যুবক নিহত

রেজাউল করিম বকুল, শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত সীমান্তঘেঁষা কাটাবাড়ি এলাকায় বন্যহাতির হামলায় শরিফুল আলম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কাটাবাড়ি পাহাড়ে এ ঘটনা ঘটে। নিহত শরিফ দাওধারা-কাটাবাড়ি গ্রামের বাসিন্দা ইউপি সদস্য আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানান,  দীর্ঘদিন ধরে বন্যহাতির দল শেরপুর সীমান্তের শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ের ফসলি জমি ও লোকালয়ে তাণ্ডব চালিয়ে আসছে।

শুক্রবার সন্ধ্যায় কাটাবাড়ি সীমান্তে অবস্থান নিলে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে বন্যহাতি দেখতে পাহাড়ে যায় শরিফুল। এসময় হাতির কাছাকাছি গেলে একটি হাতি শরিফুলকে শুঁড়ে পেঁচিয়ে ও পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই মেরে ফেলে। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

শরিফুল সবসময় হাতির কাছাকাছি অবস্থান থেকে বন্যহাতি তাড়াতো। তার এ দুঃসাহসের জন্য একাধিকবার তাকে বারণ করা হয়েছে বলে জানান তার স্বজনরা।

মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কাটাবাড়ি পাহাড়ের টিলায় অবস্থান নেওয়া হাতির দলটি দেখতে গেলে শরিফুল হাতির আক্রমণে নিহত হয়। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button