সংবাদ সারাদেশ

ককটেল ফাটিয়ে স্বর্ণ লুটের ঘটনায় দুই আসামি রিমান্ডে

মামুনুর রশিদ, লক্ষ্মীপুর প্রতিনিধি

জেলা শহরে ককটেল ফাটিয়ে দোকানে ঢুকে মালিককে এলোপাতাড়ি কুপিয়ে স্বর্ণ লুটের ঘটনায় গ্রেপ্তার আসামি সজিব ও মনসুরকে দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী অঞ্চল সদর আদালতের ভারপ্রাপ্ত বিচারক তারেক আজিজ এ আদেশ দেন।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষের সিএসআই (কোর্ট উপ-পরিদর্শক) সঙ্গে রিমান্ড মঞ্জুরে আইনজীবী মো. শামছুদ্দিন, রেজাউল করিম রাজু ও রাকিবুল হাসান তামিম শুনানিতে অংশ নেন।

রাত সাড়ে দশটার দিকে আইনজীবী রাকিবুল হাসান তামিম জানান, বিস্ফোরক মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হানিফ আসামিদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন। এসময় আমরা শুনানিতে অংশ নিয়েছি। আমরা আদালতকে বুঝাতে সক্ষম হয়েছি, জেলা শহরে ককটেল ফাটিয়ে লুট বা ডাকাতির ঘটনা এটাই প্রথম। এতে অধিকতর তথ্য উদঘাটনে আদালত আসামিদের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

স্বর্ণ লুট বা ডাকাতি মামলার তদন্ত কর্মকর্তা ও লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, এ-ই দুই আসামি এর আগে একউ আদালতে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকারোক্তিমূলক ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এখন বিস্ফোরক মামলার তদন্তকারী কর্মকর্তা ও মডেল থানার (এসআই) মো. হানিফ তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করেছেন। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সজীব বরগুনা জেলার বামনা থানার খুসনিছড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও মুনসুর নরসিংদী জেলার মাধবদী থানার বাগবাড়ি এলাকার মৃত আজিজুলের ছেলে।

থানা পুলিশ জানায়, বুধবার (৭ জুন) রাত আনুমানিক ৮ টার দিকে পিকআপভ্যানে একদল ডাকাত এসে ককটেল ফাটিয়ে শহরের আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে আর কে শিল্পালয়ে ঢুকে। এসময় তারা মালিক অপু কর্মকারকে এলোপাতাড়ি কোপায়। ২০-২২ ভরি স্বর্ণ লুটে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত ব্যবসায়ীর ছেলে প্রান্ত কর্মকার বাদী সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল হোসেন বাদী হয়ে বিস্ফোরক মামলা দায়ের করেন। এছাড়া ডাকাতরা দ্রুত পালানোর সময় শহরের ইটের পুল এলাকায় পিকআপভ্যান চাপায় পথচারী সফি উল্যার (৭০) মৃত্যুর ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বাদী হয়ে মামলা দায়ের করেন। ইটের পুল এলাকা থেকে স্থানীয় লোকজন নরসিংদীর মুনছুর ও বরগুনার সজিবকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। তাদের কাছ থেকে তিন ভরি চার রতি আট পয়েন্ট লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাদেরকে শুক্রবার (৯ জুন) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

 

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button