জাতীয়রাজনীতি

হরতালে সড়কে যানবাহন কম, ভোগান্তিতে সাধারণ জনতা

মোহনা অনলাইন

বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সকাল থেকে রাজধানীর সড়ক মহাসড়কগুলোতে তেমন একটা যানবাহন দেখা যায় নি। অনেক সময় অপেক্ষার পর মিলছে যাত্রীবাহী বাস। তাতেই ঠাসাঠাসি করে উঠতে দেখা গেছে যাত্রীদের।

অন্যান্য দিনের তুলনায় যানবাহন কম থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেলে চড়তে দেখা গেছে যাত্রীদের।

রোববার (২৯ অক্টোবর) সরেজমিনে উত্তরা, কুড়িল বিশ্বরোড়, বনানী, মহাখালী ও মিরপুর ঘুরে দেখা যায় সড়ক-মহাসড়কের এমন চিত্র দেখা যায়।

মিরপুর-১০, সাড়ে ১১ ও কালশী হয়ে উত্তরার দিকে চলাচলকারী বেশ কিছু বাসে ঠাসাঠাসি করে যাত্রীদের গন্তব্যে উদ্দেশ্যে রওনা দিতে দেখা গেছে। এছাড়া রাস্তায় সরকারি গণপরিবহন বিআরটিসিও অন্যান্য দিনের থেকে বেশি চোখে পড়ছে।

এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। তারা বলছেন, জনগণের জানমালের ক্ষতি হয় এ ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। যদি কেউ করার চেষ্টা করে তাহলে আইন মতো ব্যবস্থা নেওয়া হেবে।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button