সংবাদ সারাদেশ

সিরাজগঞ্জে মহাসড়ক ফাঁকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে সিরাজগঞ্জ শহরে সবকিছু স্বাভাবিক থাকলেও বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ অন্যান্য রুটগুলো বেশিরভাগ সময়ই ফাঁকা দেখা গেছে। দু একটি পণ্যবাহী পরিবহণ চলাচল করতে দেখা গেলেও যাত্রীবাহী বাসের দেখা পাওয়া যায়নি।
মহাসড়কের দু একটি স্থানে বিএনপি-জামায়াত কর্মীরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশের উপস্থিতি ছত্রভঙ্গ হয়ে গেছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক ছিল ফাঁকা। মাঝে মাঝে দু একটি পণ্যবাহী পরিবহণ চলাচল করলেও দূরপাল্লার বা লোকাল বাস চলতে দেখা যায়নি। সিরাজগঞ্জে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। মহাসড়ক অবস্থান নিয়েছে আওয়ামীলীগ নেতাকর্মীরা। বিভিন্ন পয়েন্টে তারা শান্তি মিছিল কর্মসূচি পালন করছে।
এদিকে শহরে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, রিকশাসহ তিন চাকার গাড়ীগুলো অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলাচল করছে। দোকানপাট-অফিস আদালত খোলা থাকলেও লোক সমাগম অনেকটাই কম দেখা গেছে।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, দূরপাল্লার বাস চোখে না পড়লেও মহাসড়কে পণ্যবাহী পরিহবণ চলাচল করছে। কোথা কোন পিকেটারকে দেখা যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সবকিছুই স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল করতেও দেখা গেছে।
author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button