রাজশাহীসংবাদ সারাদেশ

দুর্নীতির মামলায় ৪ বছরের কারাদন্ড বগুড়ার এক ইউপি চেয়ারম্যানের

বগুড়া প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় নাটোর জেলার রেজিস্ট্রার (পিআরএল ভোগরত) ও ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সাব-রেজিস্টার ও বর্তমান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউপি চেয়ারম্যান মো. এসকেন্দার আলীকে (৪৯) দুই ধারায় চার বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে মঙ্গলবার (২৮ নভেম্বর) এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে চার লাখ ৩৬ হাজার দুইশত দুই টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়া অবৈধভাবে অর্জিত চার লাখ ২৬ হাজার দুইশত টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন। পরে সাজা পরোয়ানা দিয়ে ওই ইউপি চেয়ারম্যানকে কারাগারে পাঠায় আদালত। আসামি এসকেন্দার বগুড়া জেলার শিবগঞ্জ থানার দামগাড়া গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ও বর্তমান মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান। তিনি বর্তমান জাতীয় পার্টির সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ’র ঘনিষ্টজন হিসেবে এলাকায় পরিচিত।

মামলার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১৪ জানুয়ারি রেজিস্ট্রার এসকেন্দারের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম।

এদিকে, ইউপি চেয়ারম্যান দুর্নীতি মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ায় খুশি মাঝিহট্ট ইউনিয়নের অনেক মানুষ। তারা ইউপি চেয়ারম্যান হিসাবে বর্তমান এমপি জিন্নাহর প্রভাবে এস্কেন্দারের করা অসংখ্য দুর্নীতির কথা উল্লেখ করে এর বিচারও দাবি করেন।

খবর শুনেছেন জানিয়ে এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় ব্যবস্হা নিবেন বলে জানালেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।

author avatar
Mehedi Hasan
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button