সংবাদ সারাদেশ

৩ ঘণ্টা অবরোধ ছিল ঢাকা-আরিচা মহাসড়কে

মোহনা অনলাইন

ঢাকার ধামরাইয়ে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকরা। ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বর্তমান যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার বালিথা এলাকায় মহাসড়কে অবস্থান নিয়েছিলেন শ্রমিকরা। সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় আরেকটি কারখানার শ্রমিকরা গত মাসের বেতন দাবিতে কারখানার ভেতর বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, ডিসেম্বরের বেতন না দিয়েই কারখানা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে নির্বাচন উপলক্ষে তিন দিনের ছুটির নোটিশ টানিয়ে দেয়। তারা এর প্রতিবাদ করছেন।

সংবাদ পেয়ে শিল্প ও ধামরাই থানা পুলিশ তিন ঘণ্টা পর শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এবিএম রাশেদুল বারী, ধামরাই থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, কারখানার সিইও শেখ মোহাম্মদ ইসলাম শ্রমিকদের নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। সেখানে কিছু দাবি-দাওয়া মেনে নেয় কর্তৃপক্ষ।

কারখানার সিইও শেখ মোহাম্মদ ইসলাম বলেন, বেতন বাড়ানো নিয়ে শ্রমিকদের সঙ্গে কিছু সমস্যা ছিল। পরে তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। কয়েকজন শ্রমিক বলেন, তাদের বেতন দিয়ে কারখানা ছুটি দিলে কোনো সমস্যা ছিল না। কর্তৃপক্ষ ইচ্ছা করেই বেতন আটকে রেখেছে। তবে এ বিষয়ে কারখানার কোনো কর্মকর্তা সংবাদকর্মীদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button