জাতীয়

জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে পারলে মানবমুক্তি সম্ভব: রাশেদ খান মেনন

মোহনা অনলাইন

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি আয়োজিত সভায় ওয়ার্কার পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন জনগণের বিকল্প শক্তি গড়ে তুলতে পারলে মানবমুক্তি সম্ভব।

ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ওয়ার্কার্স পার্টি, সিপিবি, জাসদ, বাসদ, বাংলাদেশ জাসদ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, ঐক্য-ন্যাপ, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাতীয় শ্রমিক ফেডারেশন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, নারী মুক্তি সংসদ, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন দল ও সংগঠনের নেতারা।

শ্রদ্ধাঞ্জলি শেষে রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের বিদ্যমান আর্থ-সামাজিক রাজনৈতিক অবস্থার পরিবর্তনের জন্য বামপন্থিদের বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে জনগণের বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। কমরেড অমল সেনের জীবন থেকেই এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। কমরেড অমল সেনের জীবনাদর্শ থেকেই তরুণ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীরা এই শিক্ষা নিলে দেশের বিদ্যমান বুর্জোয়া রাজনৈতিক বলয়ের বিপরীতে জনগণের বাম-বিকল্প গড়ে উঠবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে সাম্রাজ্যবাদি শক্তিদের সব চক্রান্ত মোকাবিলা করতে সব বাম-গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আবদুস সবুর, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button