রাজশাহীসংবাদ সারাদেশ

আখের জমিতে সাথী ফসল চাষাবাদে মাঠ দিবস পালিত

সানিউল আলম রাজু, রাজশাহী

রাজশাহীতে ‘আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আখের সাথে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের অর্থায়নে এবং ঈশ্বরদী ও পাবনা জোনের বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে।
সোমবার রাজশাহীর পবা উপজেলার বড়বাড়িয়া গ্রামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ ইনস্টিটিউটের ঈশ্বরদী পাবনা জোনের মহাপরিচালক ড. মো. ওমর আলী। সভাপতিত্ব করেন বিএসআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. আবু তাহের সোহেল। আরও উপস্থিত ছিলেন রাজশাহী সুগার মিলের পরিচালক আবুল বাশার সহ কৃষি অধিদপ্তর সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় কৃষক বৃন্দ।

আখের জমিতে সাথী ফসল বিশেষ করে টমেটো, ডাল ও মসলা মতো ফসল উৎপাদন করে কৃষকরা আরও বেশি লাভবান হবে। আখের জমিতে সাথি ফসল আবাদের ফলে জমির আবাদ ও উর্বরতা আরও বৃদ্ধি পায়। আধুনিক এই পদ্ধতিতে আখের জমির দুই আইলের মাঝে কপি, ডাল সহ পেয়াজ, রসুন চাষ করতে পারবে কৃষকরা। এতে করে একদিকে পুষ্টির চাহিদা মিটবে তেমনি আখের চাষ বৃদ্ধি পাবে।

author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button