ময়মনসিংহসংবাদ সারাদেশ

নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহবান

ময়মনসিংহ প্রতিনিধি  :রুবায়েত বাপ্পী

জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলেম ওলামাদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গফরগাঁও মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, গফরগাঁও উপজেলা ওলামা সমিতির সভাপতি মাওলানা নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানী সহ অন্যান্য উলামায়ে কেরামগন বক্তব্য রাখেন ।  এসময় উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ওলামারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রধান অতিথি সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি বলেন, ২০০১ সালে বিএনপি জামাতের নৈরাজ্য লুটপাট নির্যাতনের চিত্র দেখতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আজকের মাননীয় প্রধানমন্ত্রী গফরগাঁও সফর করেছিলেন, সে সময় মসজিদের এক ঈমাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিয়েছিলেন, সেই সালাম দেয়ার জন্য সে সময়ে ঐ ইমামের হাত ভেঙে দিয়েছিলো বিএনপি জামাতের লোকজন। তিনি আলেম ওলামাদের কাছে প্রশ্ন রেখে বলেন এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দেবে এটাই ইসলামের শিক্ষা, কিন্তু বিএনপি করেছে তার উল্টোটা।
আলেম ওলামাদের উদ্দেশ্যে এমপি বাবেল গোলন্দাজ বলেন, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ভাংচুর ও নৈরাজ্যের বিরুদ্ধে আপনাদের সতর্ক থাকতে হবে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী দিনগুলোতে আলেম ওলামাদের সহযোগিতা চান তিনি।
আলোচনা সভা শেষে ঘাতকের বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ই আগস্টে নিহত সকল শহীদদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button