আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ যোগাযোগ যত বাড়বে, তত উন্নতি হবে: মোদি

মোহনা অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনের তফসিল ঘোষণার আগে নয়দিনে পশ্চিমবঙ্গে চারবার জনসভা করেছেন।
শনিবার (৯ মার্চ) শিলিগুড়ির জনসভার পাশাপাশি রেল ও সড়ক পথের একগুচ্ছ সরকারি প্রকল্পের সূচনা করে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলার উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের সঙ্গে রেল যোগাযোগ শুরু হয়ে গেছে। নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা অবধি মিতালী এক্সপ্রেস চলছে। বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে আমরা রাধিকাপুর স্টেশনের সঙ্গে কানেক্টিভিটি বাড়াচ্ছি।
আমাদের মধ্যে এ ধরনের নেটওয়ার্ক যত মজবুত হবে, যত যোগাযোগ বাড়বে, তত ভারত ও বাংলাদেশের অর্থ ব্যবস্থার উন্নতি হবে। একসঙ্গে রাজ্যটির উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রও বিকশিত হবে। এরপরই শিলিগুড়ির কাওয়াখালী মাঠের রাজনীতির মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে সরব হন মোদি। তার আমলে উন্নতির ধারা তুলে বলেন, বিজেপি সরকার ১০ বছরে ২৫ কোটি গরিবের উন্নতি করেছে।
মোদি গরিবদের জন্য সুযোগ-সুবিধার জন্য কাজ করে চলেছে। গরিবদের চুলা যাতে বন্ধ না হয় তার জন্য গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে। পাশাপাশি বিনামূল্যে কেন্দ্রীয় সরকারের রেশন ব্যবস্থা চালু আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সেই রেশন প্রকল্প পশ্চিমবঙ্গে ঢুকতে দেয় না।
author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button