এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় অভিমানে গলায় ফাঁস

সুবল রায়, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে আশানুরুপ ফলাফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নওশিন।

এইচএসসি পরীক্ষায় জি.পি.এ-৫ না পাওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নওশিন জাহান নামে এক শিক্ষার্থী।

আজ বুধবার (০৮ ফেব্রুয়ারি) বিকালে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নওশিন জাহান দিনাজপুর সরকারী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। নওশিন দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার জাহাঙ্গীর আলমের কন্যা।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, আত্মহত্যার পূর্বে সে একটি চিরকুট লেখে যায়। চিরকুটে লেখা ছিল: ’আমি জানি না কিভাবে এত খারাপ ফলাফল হলো আমার । আমি পারবো না এত খারাপ Result (রেজাল্ট) নিয়ে তোমাদের সামনে দাড়াতে । আমাকে তোমরা মাফ করে দিও । আব্বু ও আম্মু । আমার জন্য তোমাদের অনেক সম্মান গেছে । আমাকে ক্ষমা করে দিও সকলে । আমি তোমাদের আশা ভরসা স্বপ্ন কোনো কিছুর যোগ্য হতে পারালাম না’ ।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভীরুল ইসলাম জানান, আশানুরুপ ফলাফল না হওয়ায় একটি চিরকুট লিখে নওশিন আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button