ময়মনসিংহসংবাদ সারাদেশ

ময়মনসিংহে সড়কে চাঁদাবাজি করায় ৫০জন আটক করেছে র‌্যাব-১৪

রুবায়েত বাপ্পী, ময়মনসিংহ

ময়মনসিংহে বিভিন্ন সড়ক, মহাসড়ক, রাস্তা ও মোড়ে সবজি ও পণ্যবাহী ট্রাক সহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করার সময় টাকা সহ হাতেনাতে ৫০ জন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১৪। বিকেলে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় র‌্যাব-১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বাহিনীর অধিনায়ক মহিবুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, চাঁদাবাজি বন্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মাঠে কাজ করছে র‌্যাব ।
এসময় উপ-অধিনায়ক মোঃ আনোয়ার হোসেন সহ র‌্যাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১৪ এর অধিনায়ক মহিবুল ইসলাম খান বলেন, দীর্ঘদিন যাবত একটি চক্র ময়মনসিংহের সড়ক মহাসড়ক সহ বিভিন্ন রাস্তা মোড়ে পরিবহনে চাঁদাবাজি করে আসছিলো। বিশেষ করে সবজি ও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি করার কারনে দ্রব্যমুল্যের উর্ধগতি হচ্ছে,  চাঁদাবাজদের কারনে অতিষ্ঠ ছিলো ভুক্তভোগীরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে এবং অপরাধী ও চাঁদাবাজদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি জানান, এসব চাঁদাবাজদের হাতে নাতে আটক করতে ময়মনসিংহের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারন করে র‌্যাব-১৪ এর গোয়েন্দা শাখার চৌকস টিম। এসময় চাঁদাবাজি করা অবস্থায় জেলার বিভিন্ন সড়ক ও মোড় থেকে ৫০ জনকে আটক করা হয়। এসময় বিভিন্ন তথ্য তোলে ধরে র‌্যাবের এ কর্মকর্তা জানান তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
author avatar
Mohona Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button