রান্না ঘরে ৬২কেজি গাঁজা রেখে বিক্রি করতে গিয়ে মাদক ব্যবসায়ী আটক!
আলফাজ সরকার আকাশ, শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার লোহাগাছ গ্রামে অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর স্পেশালাইজ্ড্ড কোম্পানী গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প।
বুধবার বিকেলের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে, সোমবার রাতে তাকে আটক করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ স্পেশালাইজ্ড্ড কোম্পানী গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীপুরের লোহাগাছ এলাকায় রিয়াজ উদ্দিন ওরফে রেজু মিয়ার বাড়িতে কয়েকজন লোক অবস্থান করে। র্যাবের কাছে তথ্য আসে যে, তারা সেখানে মাদক দ্রব্য বিক্রি করছে। সংবাদের ভিত্তিতে ক্যাম্পের আভিযানিক দল কোম্পানী কমান্ডার এ এস এম মাঈদুল ইসলাম ও সিনিয়র এএসপি জি. এম মাজহারুল ইসলাম এর নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরতরা পালিয়ে যাওয়ার চেষ্টার সময় মোঃ মোমেনকে(৩৫) আটক করা হয়। মোমেন ঢাকার খিলক্ষেত এলাকার শহিদুল ইসলামের ছেলে। তাকে আটকের সময় রেজু মিয়ার বসত বাড়ির লাকড়ি রাখার টিন শেড ঘরের সিলিং এর উপর থেকে ৩টি প্লাস্টিকের বস্তায় সর্বমোট ৬২ কেজি গাঁজা জব্দ করে।