সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত
ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহি বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
আজ রবিবার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে। পরে ক্ষুদ্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে এটি সম্পূর্ন ভস্মীভুত হয়। নিহতরা হলেন, জেলার নগরকান্দা উপজেলার মাইনুদ্দিন শেখ ও তার শিশু কন্যা তাবাসুম আক্তার ও নিহত মাইনুদ্দিনের শ্যালক কিশোর সৌরভ মাতুব্বর।
আরোও পড়ুন : পাওয়ার ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে গোপালগঞ্জ থেকে ঢাকামুখী স্টারলাইন পরিবহনের একটি বাস মনসুরাবাদের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই শ্যালক-দুলাভাই নিহত হন। মারাত্মক আহত শিশু তাবাসুমকে ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, লাশ উদ্বার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।