সরকারের স্বেচ্ছ্বাচারিতার কারণে শ্রীলংকার অর্থনীতিতে ধস
মুদ্রানীতি বিবেচনায় বাংলাদেশে বিপর্যয়ের সম্ভাবনা নেই বলছেন অর্থনীতিবিদরা।
অর্থনৈতিক অবস্থান বিচার করে শ্রীলংকার সঙ্গে কোনোভাবেই বাংলাদেশের তুলনা চলে না বলে মনে করে অর্থনীতিবিদরা। তাদের মতে, সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবেই শ্রীলংকার অর্থনীতিতে ধস নেমেছে। বিপরীতে মুদ্রানীতি, অভ্যন্তরীণ পরিকল্পনা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষেত্রে বাংলাদেশ সঠিক পথেই হাঁটছে।
অর্থনৈতিকভাবে শ্রীলংকার দেউলিয়ার হওয়ার মূল কারণ উচ্চসুদে স্বল্পমেয়াদি ঋণ, আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়া এবং ট্যাক্স ও ভ্যাট কমিয়ে দেয়া। সরকারে থাকা পারিবারতন্ত্রের লুট্পাট তো আছেই। সে বিচারে কৃষি উৎপাদন, রেমিটেন্স, রপ্তানি আয় আর বৈদেশিক মুদ্রার রিজার্ভে ভালো অবস্থানে বাংলাদেশ।
অর্থনিতিবিদ ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকীর মতে, বাজেট ঘাটতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা ও কোভিড পরিস্থিতি মোকাবেলা করে সঠিক পথেই হাটছে সরকার।
বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে মুদ্রা ও অভ্যন্তরীণ নীতিতে অনেকটা শক্ত অবস্থানে বাংলাদেশ।
সব মিলিয়ে আত্মতৃপ্তি থাকলেও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে সতর্কভাবে পথ চলতে হবে বলে মনে করেন এ দুই অর্থনীতিবিদ।