রাজধানীতে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ
রাজধানীর দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে রিকশাচালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহম্মেদ এ তথ্য জানিয়েছেন।
মো. ফারুক আহম্মেদ জানান, ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে দয়াগঞ্জ মোড়ে সড়ক অবরোধ করে রিকশাচালকরা। সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে পুলিশ তাদের অনুরোধ করে সড়ক ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু, তারা পুলিশের অনুরোধ না মেনে উল্টো পুলিশের ওপর আক্রমণ চালায়, যার ফলে দুই পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. ফারুক আহম্মেদ বলেন, বেলা ১টার দিকে তারা সড়ক থেকে সরে গেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজী এই আদেশ দেন। আদালত সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বর্তমানে রাজধানীতে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে, যার একটি বড় অংশ ব্যাটারিচালিত। বেশিরভাগ ব্যাটারিচালিত রিকশা রাজধানীর অলিগলিতে চলাচল করলেও, সেগুলো মূল সড়কেও চলে আসে। ৫ আগস্টের পর থেকে এ দৃশ্য যেন নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে।