খুলনায় ২ লাখ ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
খুলনায় ২ লাখ ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ
খুলনায় ভোজ্যতেল মজুত রাখার দায়ে ৩ প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২ লাখ ২২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে র্যাবের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এই অভিযান চালায়। খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক এই অভিযানের নেতৃত্ব দেন।
জানা যায়, ৩ ব্যবসায়ী ২ লাখ ২২ হাজার লিটার তেল মজুত করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে সাহা ট্রেডার্স থেকে ৩১ হাজার ৬০০ লিটার সয়াবিন ও ৬৩ হাজার ৩০০ লিটার পাম অয়েল তেল উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির মালিক দিলীপ কুমার সাহাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রণজিত বিশ্বাস অ্যান্ড সন্সে ৯ হাজার ৫৮০ লিটার সয়াবিন ও ৫৯ হাজার ৫৬০ লিটার তেল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক অজিত বিশ্বাসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোনালী এন্টারপ্রাইজে ২৬ হাজার ৭৮০ লিটার সয়াবিন ও ৩১ হাজার ৮০০ লিটার পাম অয়েল মজুত রাখার দায়ে প্রতিষ্ঠানটির মালিক প্রদীপ সাহাকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।