মাদকাসক্ত নারীকে ৬ মাসের কারদন্ড
মাদকাসক্ত নারীকে ৬ মাসের কারদন্ড
পটুয়াখালীর কলাপাড়ায় সুমা (৩৪) নামের এক মাদকাসক্ত যুতবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল বিকালে পৌর শহরের এতিমখানা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে ৩ লিটার চোলাইমদ ও ১০ টি ঘুমের ঔষধ উদ্ধার করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এ দন্ডাদেশ প্রদান করেন। পরে বিকালে তাকে কারাগারে প্রেরন করে কলাপাড়া থানা পুলিশ। সুমা পৌর শহরের ৪ নং ওয়ার্ডের রুহুল আমিন’র কন্যা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে তার মা বাবাসহ পরিবারের সদস্যদের মারধর করে আসছে। তাকে আটকের সময় নিজ গলায় কাটা চামচ ধরে ভীতিকর পরিবেশের সৃষ্টি করে।