বিনোদন

ঈদে প্রকাশিত হলো যুদ্ধবিরোধী গান প্যালেস্টাইন : যুদ্ধ যুদ্ধ খেলা

মোহনা অনলাইন

প্যালেস্টাইনে মুসলমানদের বিরুদ্ধে হানাদার ইসরাইল ও পশ্চিমাদের বর্বর নির্যাতনের প্রতিবাদে একটি গান এবারের ঈদে প্রকাশিত হয়েছে। তুমুল প্রতিবাদী এ গানটি লিখেছেন সাংবাদিক, লেখক, সাবেক ফুটবলার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাবেক ক্রীড়া সম্পাদক কাজী ইমরুল কবীর সুমন।

‘প্যালেস্টাইন : যুদ্ধ যুদ্ধ খেলা’ শিরোনামের এই গানটি গেয়েছেন দেশের জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’র লিড ভোকাল ও এসময়ের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী সুজন আরিফ। ইমরুল সুমনের কনসেপ্ট, লিরিকস ও ডিরেকশনে তৈরী এ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আফসার খোকন এবং অডিও মিক্স মাস্টারিং করেছেন জাহিদ বাশার পঙ্কজ।

BANGLA DHOON 71 ইউটিউব চ্যানেলে ঈদের দিন ১১ এপ্রিল ২০২৪ খ্রিষ্টাব্দ গানটি প্রচারিত ও প্রকাশিত হয়। চমৎকার এ গানটি হতে পারে বাংলাদেশ ও বিশ্ব সঙ্গীত ভূবনে নতুন মাইলস্টোন। প্যালেস্টাইনে নিহত হাজার হাজার নিরীহ মানুষ ও জন্মভূমি থেকে বিতারিত লক্ষ লক্ষ মুসলিমের পাশে দাঁড়াতে যুদ্ধবিরোধী এই গানটি তৈরী হয়েছে বলে জানিয়েছেন ইমরুল সুমন।

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button