Uncategorized

“রাজার জেলায় সেবা দিতে আসলাম আমি প্রজাতন্ত্রের এক কর্মী”– ডিসি সফিকুল ইসলাম

আলফাজ সরকার আকাশ, শ্রীপুর প্রতিনিধি (গাজীপুর)।

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন,” মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শুধু মাদকাসক্তকে আইনের আওতায় আনলেই হবেনা, তাদের সাথে মাদক কারবারিদেরও শাস্তি নিশ্চিত করতে হবে।
যারা মাদকের সঙ্গে জড়িত, ওরা হাতে গোনা কয়েকজন মাত্র। কিন্তু আমরা সংখ্যাই অনেক বেশী। এ অঞ্চলে যেহেতু রেলপথ রয়েছে তাই মাদক কারবারিরা নিরাপদ মনে করে ট্রেনে মাদক বহন করতে পারে। তাই থানার ও’সি,এসিল্যান্ড ও ইউএনও মিলে ট্রেনে অভিযান দিলে সহজেই মাদক কারবারি ধরা যাবে”।
জেলা প্রশাসক বলেন,”রাজার জেলায় সেবা দিতে আসলাম আমি প্রজাতন্ত্রের একজন কর্মী। এ অঞ্চলের মানুষ গুলো  মেহমানদারী ভালো বুঝেন দেখছি। এটা নি:সন্দেহে মহৎ। যারা বক্তব্য দিয়েছেন তাঁরা সবাই বললেন “ভালো আছেন”, শুনে আমারও ভালো লাগলো। এতে আমাকেও কাজ কম করতে হবে। কিন্তু ভালো থাকাটা বলার পাশাপাশি আপনাদের সমস্যার কথাও উল্লেখ করলে সেগুলো নিয়েও আমি কাজ করতাম”।
জেলা প্রশাসক আরও বলেন, “নদীনালা, জলাশয় জীববৈচিত্র্যের সঙ্গে মানুষের জীবনেও অপরিহার্য উপদান। তাই, নদী ও খাল গুলো দূষণ মুক্ত থাকা জরুরি। কলকারখানা বেশী থাকায় এগুলোর প্রতি অনেকেরই নজর কমে গেছে। পরিবেশ অধিদপ্তরের লোকজনের সাথে কথা বলে এগুলোর বিষয়ে নজরদারি বাড়াতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে “।
জেলা প্রশাসক মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, যেকোনো সমস্যা নিয়ে সরাসরি আমার অফিসে আসবেন।
এছাড়াও জেলা প্রশাসকের ওয়েব সাইটে দেওয়া আমার নাম্বার ২৪ ঘন্টা খোলা। যেকোনো বিষয় ফোন অথবা এসএমএস করতে পারবেন। প্রজাতন্ত্রের একজন কর্মী হিসেবে আমি আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকবো”। গাজীপুরের শ্রীপুর উপজেলার বিশিষ্টজনদের সাথে মতবিনিময় কালে নবাগত জেলা প্রশাসক এসব কথা বলেন।
সোমবার (৭ আগস্ট) সকালের দিকে উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সভায় বক্তারা শ্রীপুর উপজেলার , অবৈধ জমি দখল, কলকারখানার বিষাক্ত ময়লা নিষ্কাসন, বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button