Uncategorized

ফরিদপুরে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি: আশিষ পোদ্দার বিমান

ফরিদপুরে এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা তাদের পরীক্ষা পেছানো অথবা ৫০ মার্কে পরীক্ষা গ্রহনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

মঙ্গলবার দুপুরে এইচএসসি আন্দোলন ২০২৩ ফরিদপুরের ব্যানারে সাধারণ শিক্ষার্থী ফরিদপুর প্রেসক্লাবের সামনে সড়কে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা জানান, গতবছর ২২ ব্যাচের শিক্ষার্থীরা ৫০ মার্কে পরীক্ষা দিয়েছিল। বিগত বছরের তুলনায় তারা  কম সময় পেয়েও পূর্নমার্কে পরীক্ষা নেয়া হবে। এছাড়া আইসিটির মত বিষয় যুক্ত করায় শিক্ষার্থীদের সিলেবাস শেষ করা সম্ভব হয়নি। এই সকল বিষয়ে গতকাল ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার নিন্দা জানান ছাত্ররা।

সরকার ও শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ ১৭ আগস্ট অনুষ্ঠিত এইসএসসি পরীক্ষা ২ মাস পেছানো হোক নইলে  ৫০ মার্কে পরীক্ষা গ্রহনের দাবী শিক্ষার্থীদের।

এসময় সরকারি ইয়াছিন কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজসহ বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশ নেয়।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button