আন্তর্জাতিক

ইতালিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে শিশুসহ নিহত ২১

ইতালির ভেনিসে উড়াল সেতু থেকে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশি অধ্যুষিত মেস্ত্রে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বাসটি পড়ে যাওয়ার পর এতে আগুন ধরে যায়। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটায় এই দুর্ঘটনা ঘটে।

ভেনিস অঞ্চলের গভর্ণর লুকা জাইয়া বলেছেন, এই দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত আরো ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ইতালিয়ান ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

একজন নগর কর্মকর্তা জানান, আহতদের মধ্যে ইউক্রেন, ক্রোয়েশিয়া, জার্মানী ও ফ্রান্সের নাগরিক রয়েছে।
নিহতদের শনাক্তের কাজ চলছে।

ভেনিস শহরের মেয়র লুইজি ব্রুনেরো স্থানীয় গণমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, বাসটি উড়াল সেতু থেকে মেস্ত্রে রেললাইনের কাছে ছিটকে পড়ে। উড়াল সেতুটি মূল ভূখ-ের সঙ্গে ভেনিসকে সংযুক্ত করেছে। তিনি বলেছেন, ‘এটি একটি ভয়াবহ দৃশ্য, আমি বাকরুদ্ধ।’ এই ঘটনায় শহরে শোক ঘোষণা করেছেন তিনি।

স্কাই ইতালিয়া জানিয়েছে, বাসটি খাদে পড়ার পর আগুন ধরে যায়। এখন পর্যন্ত ২১টি মৃতদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাস দুর্ঘটনায় নিহতদের প্রতি ‘গভীর শোক ও দুঃখ’ প্রকাশ করেছেন। দেশটির পরিবহণ মন্ত্রী মাত্তিও সালভিনি বলেছেন, চালকের আকস্মিক অসুস্থতা দুর্ঘটনার কারণ হতে পারে।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button