বরিশালসংবাদ সারাদেশ

ইন্দুরকানীতে সরকারি রাস্তা বেড়া দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় দক্ষিণ চর বলেশ্বরে এলজিইডির সরকারি রাস্তায় বাঁশ, সুপারির চটা আর জাল দিয়ে আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

তাদের যুক্তি ছাগল গরুতে তাদের জমিতে লাগানো গাছ খেয়ে ফেলতে পারে তাই সহজে তা আটকে দেয়ার জন্য এই পদ্ধতিতে রাস্তার মাঝে বেড়া দিয়েছেন তারা।

এদিকে স্কুলের ছোট ছোট শিশুরা বলেছে তাদের এই বেড়া ডিঙিয়ে স্কুলে যেতে কষ্ট হয়। স্থানীয় জনগন বলেছে, সরকারি রাস্তা সকলের চলাচলের জন্য, তা আটকিয়ে ঠিক কাজ করেনি প্রভাবশালী মহল। প্রতিকারে প্রশাসনে দৃষ্টি আকর্ষন করেছেন স্থানীয় জনগন।

জায়গার কেয়ারটেকার অভিযুক্ত শহিদ বলেন, যারা জমির মালিক তারা ঢাকায় থাকে, আমি তাদের প্রতিনিধি হিসেবে বেড়া দিয়েছি। গাছ লাগাইছি তখন সরকারি রাস্তার মধ্যে আমাকে বেড়া দিতে বলেছে। গরু ছাগলে গাছ খাবে এই জন্য বেড়া দিছি।

স্থানীয় মসজিদের ইমাম আবুল হাসান বলেন, সরকারি রাস্তায় বেড়া দেয়া ঠিক হয়নি। জনগন চলাচল করে এই রাস্তা দিয়ে। বেড়া দেয়ার কারণে এখন সকলের কষ্ট হচ্ছে। আমরা চাই এরকম সমস্যা থেকে দ্রুত সমাধান পেতে।

স্কুলের এক শিশু শিক্ষার্থী বলেন, বেড়া দেয়ার কারণে আমাদের স্কুলে যেতে কষ্ট হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু বক্কর ছিদ্দিকী বলেন, আমি নতুন এসেছি। এ ব্যাপারে অতিদ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

প্রভাবশালী মহল হওয়ায় এ বিষয়ে এলাকার জন প্রতিনিধিরা কেও মুখ খুলতে রাজি হননি।

author avatar
Delowar Hossain Litu
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button