জীবনধারা

২৭ অক্টোবর : ইতিহাসের পাতা থেকে

মোহনা অনলাইন

আজ শুক্রবার (২৭ অক্টোবর) বছর শেষ হতে আরও ৬৫ দিন বাকি রয়েছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজকের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আর এ ঘটনা গুলোই হয়ে উঠেছে আজকের প্রজন্মের চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। 

ইতিহাস আমাদের অনুপ্রেরণা যোগায়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আজকের এই দিনে পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী তাদের কর্মের মাধ্যমে। আবার অনেক জ্ঞানী ব্যক্তিত্বের জন্ম ও হয়েছিল এই দিনটিতে। আসুন জেনে নেয়া যাক ইতিহোসের এই দিনটিতে কী কী ঘটেছিল…

জন্ম :

১৯০১ – আব্বাসউদ্দিন, তিনি ছিলেন প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত গায়ক।

১৯২০ – কে. আর. নারায়ানান, তিনি ছিলেন ভারতীয় রাজনীতিবিদ, ১০ম রাষ্ট্রপতি।

১৯৪৭ – বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সমরনায়ক বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

১৯৬৪ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে মার্ক অ্যান্থনি টেলর, তিনি সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৭৭ – সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলে কুমার সাঙ্গাকারা, তিনি শ্রীলংকান ক্রিকেটার।

১৯৮৪ – ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।

১৯৮৭ – সেবাস্টিয়ান গাক্কি, তিনি কানাডিয়ান অভিনেতা।

মৃত্যু :

১৫০৫ – রাশিয়ার জার তৃতীয় আইভান।

১৬০৫ – সালে মোগল সম্রাট আকবর।

১৬৭৫ – গিলে্‌স ডে রবেরভাল, তিনি ছিলেন ফরাসি গণিতবিদ।

১৯৬৮ – লিজে মাইটনার, তিনি ছিলেন অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।

১৯৮০ – জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।

ঘটনাবলি :

১৯০৫ – অক্টোবর নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

১৯১০ – জাপান রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয় ভূখণ্ডকে নিজ দেশের সাথে সংযুক্ত করে।

১৯১৪ – ব্রিটিশ যুদ্ধ জাহাজ অডাসিয়াস ডুবে যায়।

১৯১৭- ফ্রান্সের যুদ্ধে মার্কিনীদের অংশগ্রহণ।

১৯১৯ – ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।

১৯৪০ – চীনের ইয়ানআন শহরে সিনহুয়া বেতারের নির্মাণকাজ শুরু হয়।

১৯৪৭ – কাশ্মিরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।

১৯৫৪ – ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়।

১৯৫৮ – পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন।

১৯৬১ – মরিতানিয়া এবং মঙ্গোলিয়া জাতিসংঘে যোগদান করে।

১৯৬২ – যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়।

১৯৭১ – কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে জায়ারে করা হয়।

১৯৭৯ – সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ।

১৯৮৬ – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে।

১৯৮৯ – যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের কাম্পোশান কারাগারে বারবার দু’টি বিরাট দাঙ্গা ঘটে, ফলে বন্দী ও পুলিশসহ মোট ১২০ জন আহত হয়, গোটা কারাগারের ১৪টি জায়গা ধ্বংস হয়।

১৯৯১ – তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

১৯৯১ – বিপ্লবের [১৯৪৭] পর পোল্যান্ডে প্রথম অবাধ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button