বিজ্ঞান ও প্রযুক্তি

৯০ মিনিট বন্ধ চ্যাটজিপিটি

মোহনা অনলাইন

কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি প্রায় ৯০ মিনিট অচল অবস্থায় থাকে। আন্তর্জাতিক সময় সকাল ৯টার কিছুসময় আগে শুরু হয় এই বিভ্রাট।

এতে চ্যাটজিপিটির প্রায় ১০ কোটি ব্যবহারকারী ভোগান্তিতে পড়ে। যদিও দেড় ঘণ্টার মধ্যেই সমস্যার সমাধান করতে সমর্থ হয় প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে চ্যাটজিপিটি জানিয়েছে, একটি বিভ্রাটের সমাধান করা হয়েছে। আমরা আমাদের সেবা পুনরুদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছি। আগামীতে যাতে এমন বিভ্রাট না হয় সেজন্য বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। গত রাতে কয়েক ঘণ্টার আংশিক বিভ্রাট ও এপিআই সেবা ব্যাহত হওয়ার পর সবশেষ এটিতে এমন জটিলতা দেখা দেয়।

ওপেনএআই তাদের পেজে জানিয়েছে, ৫টা ৪২ থেকে ৭টা ১৬ এর মধ্যবর্তী সময়ে এটির সব সেবায় বিভ্রাট দেখা দেয়। আমরা সমস্যা খুঁজে বের করেছি। এবং এটি সমাধানে কাজ শুরু করেছি। বর্তমানে আমাদের পরিসেবা স্বাভাবিক অবস্থায় রয়েছে।

গত কয়েক মাসে কোনো বড় ধরনের জটিলতায় পড়েনি চ্যাটজিপিটি। এজন্য এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জগতে অন্যতম স্থান দখল করে নিয়েছে। এক বছরেরও কম সময়ের মধ্যে এটির গ্রাহক সপ্তাহে ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে।

উল্লেখ্য, চ্যাটজিপিটি মূলত একটি এআই পাওয়ার্ড চ্যাটবট, যা ডেভেলপ করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ কোম্পানি ওপেনএআই। মানুষের কথা বলার ভাষা বুঝতে পারে এই এআই চ্যাটবটটি। এছাড়া এটি ভাষা বুঝে মানুষের মতোই উত্তর দিতে পারে।

author avatar
Editor Online
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button