মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দীন আহমেদ মজুমদারের ৪৫ তম জন্মদিন আজ
রেযা খান

প্রিয় সন্তানের জীবনের অসমাপ্ত কাজ শেষ করার কথা জানালেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দীন আহমেদ মজুমদারের ৪৫ তম জন্মদিনে বনানী কবরস্থানে দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন তিনি। এ সময় ছেলের রুহের মাগফিরাত কামনায় সবার দোয়া চান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।
মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব জিয়াউদ্দীন আহমেদ মজুমদারের ৪৫তম জন্মদিনে বনানী কবরস্থানে,কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছর বড় সন্তানের জন্মদিনে বনানী কবরস্থানে ছেলের কবর জিয়ারত করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।
নিকটজনদের সঙ্গে নিয়ে প্রিয় ছেলের কবরে ফুল দিয়ে ভালোবাসা জানান আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। এসময় মোহনা টেলিভিশনের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। জিয়াউদ্দীন আহমেদ মজুমদারের রুহের মাগফিরাত কামলায় মোনাজাত করা হয়।
প্রিয় সন্তানের স্মৃতি স্মরণ হৃদয় নি:সৃত অনুভূতি ব্যক্ত করেন কামাল আহমেদ মজুমদার।আলহাজ্ব জিয়াউদ্দিন আহমেদ মজুমদারের রেখে যাওয়া একমাত্র সন্তানকে মানুষের মত মানুষ করার অঙ্গিকার ব্যক্ত করেন শিল্প প্রতিমন্ত্রী।
প্রিয় সন্তানের রুহের শান্তি কামনায় দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেন আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার।