ভারতকে কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক

ভারতকে কাঁদিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে ১০ উইকেটে বড় জয় পায় ইংলিশরা।
অ্যাডিলেড ওভালে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে উইকেট হারায় ভারত। প্রথম বলেই বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করা রাহুল দলীয় ৯ রানে ক্রিস ওকসের শিকার হন। ব্যক্তিগত ২৭ রানে ক্রিস জর্ডানের বলে আউট হন রোহিত শর্মা। এরপর বিরাট কোহলির ৫০ ও হার্দিক পান্ডিয়ার ৬৩ রান ভর করে ৬ উইকেটে ১৬৮ রান তোলে ভারত।
ইংলিশদের হয়ে ক্রিস জর্দান ৩টি উইকেট নেন। জবাবে ব্যাটিংয়ে নেমে জস বাটলারের ৮০ ও অ্যালেক্স হেলসের ৮৬ রানের সুবাদে ২৪ বল হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।