বিশ্বজুড়ে তিন দিনব্যাপী ঈদুল ফিতর উদযাপন শুরু করেছে মুসলিমরা। ঈদুল ফিতর মানে ‘রোজা শেষের উৎসব।’ যা শাওয়াল মাসের নতুন চাঁদ দেখার সঙ্গে সঙ্গে শুরু হয়। বরাবরের মতো এবারও বিশ্বজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে।
ঈদ উৎসব শুরু হয় মূলত সকালে মসজিদ বা খোলা ময়দানে দুই রাকাত ওয়াজিব নামাজ ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে। এরপর খাওয়া-দাওয়া, বন্ধু-বান্ধব ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং নানা আয়োজন-অনুষ্ঠানের মধ্যদিয়ে তা পূর্ণতা পায়।
মূলত বুধবার ঈদ উদযাপন হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক ও থাইল্যান্ডসহ বিশ্বের বহু দেশ।
তুরস্কের ইস্তাম্বুল শহরে ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদের বাইরে বুধবার নারী-পুরুষ একসঙ্গে ঈদুল ফিতরের নামাজে অংশ নিয়েছেন।
আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির মসজিদ আস-সালামের বাইরে ঈদুল ফিতরের নামাজে আদায় করছেন রাজধানীর মুসলিমরা।
মিসরের রাজধানী কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের আল আজহার মসজিদের বাইরে বুধবার ঈদুল ফিতরের নামাজ আদায় করছেন মিসরীয় মুসলিমরা।
সিডনির লাকেম্বা মসজিদের বাইরে ঈদুল ফিতরের নামাজে অংশ নেওয়ার পরে মুসল্লিরা একে অপরকে আলিঙ্গন ও শুভেচ্ছা জানান।
ফিলিপাইনের মেট্রো ম্যানিলার কুইজন সিটির কুইজন মেমোরিয়াল সার্কেলে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন মুসলমানরা।