টানা তাপপ্রবাহের পর কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। কোথাও থেমে থেমে বৃষ্টি আবার কোথাও শিলাবৃষ্টি। এরই অংশ হিসেবে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি দেখা দিয়েছে রাজধানীজুড়ে।
শনিবার (১১ মে) ভোর থেকেই অন্ধকার নেমে আসে ঢাকাজুড়ে। সকাল সাড়ে ৭টার পর থেকে শুরু হয় ঝোরো হাওয়াসহ বজ্রবৃষ্টি।
সকাল ৭টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকার রাস্তাঘাট। বিঘ্নিত হচ্ছে যান চলাচল। এতে বিপাকে পড়েছেন কর্মস্থলগামি মানুষ। রাজধানীর শ্যামলী, টেকনিক্যাল,কল্যানপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোথাও কোথাও হাঁটু পানি বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।
এর আগে ঢাকাসহ দেশের ৯ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, এ সময় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।