জীবনধারা

চশমা পরলে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন

মোহনা অনলাইন

চোখের সমস্যায় যাঁদের সব সময় চশমা পরে থাকতে হয়, চশমার বিরক্তি কেবল তাঁরাই বুঝতে পারেন। চোখের সমস্যায় যারা সবসময় চশমা ব্যবহার করেন, তাদের জন্য চশমা কেবল একটি সরঞ্জামের চেয়েও বেশি। এটি তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে তাদের জীবনকে সহজ করে তোলে। তবে, নিয়মিত ব্যবহারের ফলে চশমা নোংরা হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, এবং দৃষ্টিশক্তির পরিবর্তনের সাথে সাথে অপ্রয়োজনীয় হয়ে পড়তে পারে।

১. চশমা সবসময় নির্দিষ্ট খাপের মধ্যে রাখার চেষ্টা করুন। এতে চশমা ভেঙে যাওয়ার সম্ভাবনা যেমন কমবে। তেমনই খুঁজে পেতেও সুবিধা হবে।

২. প্রতিদিন অন্তত একবার চশমা পরিষ্কার করতেই হবে। হালকা গরম জল এবং নরম কোনও সাবান দিয়ে চশমা ধুয়ে নিন। জল ঝরে গেলে চশমা মোছার জন্য যে নরম কাপড়টি দেওয়া হয়েছে, তা দিয়ে লেন্স মুছে নিন।

৩.চশমা বাছাইয়ের সময় একটু বাড়তি যত্নশীল হতেই হবে। মনে রাখবেন, চশমাও কিন্তু আপনার লুকেরই অংশ, তাই ঠিক কেমন লাগছে সে ব্যাপারে নিশ্চিত হয়ে নেওয়াই ভালো।

৪. রোজ ব্যবহারের চশমা শক্তপোক্ত হওয়াই বাঞ্ছনীয়। যদি মনে হয়, স্রেফ রিডিং গ্লাস হলেই কাজ চলে যাবে, তা হলেও কিন্তু ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তবেই নির্দিষ্ট পাওয়ারের চশমা নিন।

৫. যাঁদের দৃষ্টিশক্তি ক্ষীণ, তাঁদের বাড়তি কয়েক সেট চশমা রাখা একান্ত আবশ্যক। অফিসের ব্যাগেও অবশ্যই স্পেয়ার চশমা রাখবেন।

৬. চশমা তুলে মাথার উপর রাখবেন না – তা যতই স্টাইলিশ দেখাক না কেন! এমনটা কয়েকবার করলেই তা আলগা হতে আরম্ভ করবে, আপনি যথাযথ ভিশন পাবেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button