সোমবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। দেশের ৬টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ হবে আজ। বাংলায় যে সাতটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ।
পঞ্চম দফায় বাংলার কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য প্রায় ৬৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। আগে ৬১৩ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা থাকলেও পরে আরও ৩৭ কোম্পানি বাহিনী বাড়িয়েছে নির্বাচন কমিশন।
এই পর্বে বাংলার যে সব হেভিওয়েট প্রার্থীদের দিকে সকলের নজর রয়েছে তাঁরা হলেন, শান্তনু ঠাকুর, অর্জুন সিংহ, লকেট চট্টোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছ’জন প্রাক্তন সাংসদের আজ অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। তবে আরামবাগে প্রার্থী বদল করেছে রাজ্যের শাসকদল। গতবারের বিজয়ী প্রার্থী অপরূপা পোদ্দারের বদলে মিতালি বাগকে টিকিট দিয়েছে তৃণমূল।
পঞ্চম দফার ভোটে বাংলার সাতটি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫ লক্ষ ২৩ হাজার ৭০২ জন। এই দফায় রাজ্যে মোট ১৩ হাজার ৫৮১টি বুথে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের হিসাব বলছে, এর মধ্যে স্পর্শকাতর বুথ ৭৭১১টি।
পশ্চিমবঙ্গ ছাড়াও আজ উত্তরপ্রদেশে ১৪, মহারাষ্ট্রে ১৩, বিহারের পাঁচ, ওড়িশায় পাঁচ, ঝাড়খণ্ডের তিনটি কেন্দ্রে পঞ্চম দফায় ভোট হবে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের একটি এবং লাদাখ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সোমবার। এদিনই জম্মু ও কাশ্মীরের বারমুলা লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে।
বাংলার বাইরে পঞ্চম দফার ভোটে রাহুল গান্ধী, স্মৃতি ইরানি, রাজনাথ সিংহের মতো ‘হেভিওয়েট’ প্রার্থীদের দিকে সকলের নজর রয়েছে। রায়বরেলী আসন থেকে এবার রাহুলকেই প্রার্থী করেছে কংগ্রেস। অমেঠী থেকে লড়ছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ২০১৯ সালে কংগ্রেসের প্রার্থী রাহুলকে হারিয়েছিলেন তিনি। পঞ্চম দফার উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন যৌন হেনস্থায় অভিযুক্ত বিদায়ী সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের পুত্র করণভূষণ সিংহ। কাইসারগঞ্জ লোকসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ছেন তিনি।