Top Newsআন্তর্জাতিক

নির্বাচনে এএনসির টিকে থাকার লড়াই

মোহনা অনলাইন

দক্ষিণ আফ্রিকার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) সবচেয়ে খারাপ ফলের পথে রয়েছে। ১৯৯৪ সালে সর্বজনীন ভোটাধিকার ও স্বাধীকার অর্জনের মাধ্যমে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের আবসান ঘটে। নেলসন ম্যান্ডেলা ৩২ বছর কারাভোগের পর ১৯৯৪ সালে প্রথম দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠা করেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। সেই থেকে দেশটির ক্ষমতায় দলটি।

দীর্ঘ ৩০ বছর পর এএনসি তাদের একচ্ছত্র  আধিপত্য হারাতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। খবর আলজাজিরার।

দক্ষিণ আফ্রিকায় গত বুধবার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে সবচেয়ে কম ভোট পড়েছে। গতকাল শনিবার (১ জুন) পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, সেখানে ভোট পড়ার হার মাত্র ৫৯ শতাংশ। এর আগে ২০১৯ সালে দেশটিতে ৬৬ শতাংশ ভোট পড়েছিল।

১৯৯৪ সাল থেকে দেশকে নেতৃত্ব দেওয়া এএনসি অন্যান্য দলগুলোর সাথে জোট করতে ভোটের পুরো ফলাফল আসার আগেই আলোচনা শুরু করেছে যা আগে কখনো করতে হয়নি তাদের। বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জোট সরকার গঠন করলে শরিকদের পক্ষ থেকে যে চাপের মুখোমুখি হবে তা এএনসির ভবিষ্যত পরিকল্পনার উপর মেঘের ছায়া তৈরি করবে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে এএনসি প্রায় ৪০ শতাংশ, প্রধান বিরোধী দল গণতান্ত্রিক জোট ২১ শতাংশ ভোট পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার উমখন্তো উই সিজওয়ে (এমকে) পার্টি। ধারণা করা হচ্ছে,  এমকে পার্টি এএনসির ভিত্তি ধ্বংস করে দিয়েছে। তারা কোয়াজুলু নাটাল প্রদেশে সরকার গঠনের জন্য প্রস্তুত বলে ধারণা করা হচ্ছে। এছাড়া রামফোসার অধীনে এএনসি পরবর্তী সরকার গঠন করবে কিনা তা  নিয়ে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এমকে পার্টি জাতীয় ভোটের প্রায় ১৫ শতাংশ এবং জ্যাকব জুমার নিজ প্রদেশ কোয়াজুলু নাটালে ৪৫ শতাংশ ভোট পেয়েছে।

দক্ষিণ আফ্রিকার নির্বাচন কমিশন বলেছে, আজ রোববার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। গত বুধবার দেশটিতে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গণনা এখন প্রায় শেষের দিকে। শনিবার সকালে ৯৮ শতাংশ কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গেছে, প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) ২১ দশমিক ৭১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে। ১৪ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার দল উমখুনটো উই সিজ (এমকে)। এএনসি এগিয়ে থাকলেও এখন পর্যন্ত যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে বলা যায় ৩০ বছরে এই প্রথমবারের মতো দলটি ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারছে না।

দক্ষিণ আফ্রিকার মোট ভোটার রয়েছে ২ কোটি ৭৬ লাখ ৭২ হাজার ২৬৪ জন। ভোট পড়েছে ৫৮.৬০ শতাংশ। কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের তথ্য অনুযায়ী, দেশটিতে ২০০৯ সালের পর থেকে ভোটদানের হার কমতে দেখা গেছে।

 

author avatar
Online Editor SEO
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button