বিনোদন

পশ্চিমবঙ্গে তারকা প্রার্থীদের মধ্যে কে এগিয়ে, কে পিছিয়ে

মোহনা অনলাইন

পশ্চিমবঙ্গের নির্বাচনে এবার যেমন সিনেমা-সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রী অনেককেই প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস আর বিজেপি, তেমনই রাজনীতির মাঠে তারকা প্রার্থীও ছিলেন অনেকে।

দেখে নেওয়া যাক তাদের মধ্যে কারা এগিয়ে বা পিছিয়ে আছেন—

বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের চেয়ে প্রায় ৫৩ হাজার ভোটে এগিয়ে আছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বরাহনগর বিধানসভা উপ-নির্বাচনে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী বিজেপির প্রার্থী সজল ঘোষের চেয়ে ৯ হাজার ভোটে পিছিয়ে আছে। মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী জুন মালিয়া এগিয়ে আছেন।
বীরভূম আসন থেকে তৃণমূল কংগ্রেসের তিনবারের সংসদ সদস্য অভিনেত্রী শতাব্দী রায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যের চেয়ে প্রায় ৫৩ হাজার ভোটে এগিয়ে আছেন।
পশ্চিমবঙ্গের ঘাটাল আসনে প্রথম রাউন্ডে ভোট গণনা শেষে জনপ্রিয় অভিনেতা দীপক অধিকার দেবের চেয়ে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী হিরন চট্টোপাধ্যায়। কিন্তু তৃতীয় রাউন্ড শেষে ফের ১৯ হাজার ভোটে এগিয়ে যান দেব।
শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জীর বিপরীতে তারই প্রাক্তন মেয়ে জামাই কবীর কৃষ্ণ বসুকে দাঁড় করিয়েছিল বিজেপি। কল্যাণ ব্যানার্জী প্রায় আট হাজার ৮০০ ভোটে এগিয়ে আছেন। এই কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপ্সিতা ধরও নজর কেড়েছিলেন কিছুটা। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী দীপ্সিতা এই কেন্দ্রে তিন নম্বরে রয়েছে প্রায় ১৭ হাজার ভোট পেয়ে।

যাদবপুরে তৃণমূল কংগ্রেস অভিনেত্রী সায়নী ঘোষ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তাত্ত্বিক নেতা অনির্বাণ গাঙ্গুলির থেকে ৭৫ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।

দমদম কেন্দ্রে ১৫হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা ও বেশ কয়েকবারের সংসদ সদস্য সৌগত রায়।

ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর সঙ্গে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অভিজিৎ দাসের চেয়ে দুই লাখ ৩২ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।

কৃষ্ণনগর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, কৃষ্ণনগরের সাবেক রাজ পরিবারের বধূ অমৃতা রায়ের চেয়ে ৪৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছেন।

বিষ্ণুপুর আসনে বিজেপির বিদায়ী সংসদ সদস্য সৌমিত্র খান তার প্রাক্তন স্ত্রী, তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলের চেয়ে সাড়ে পাঁচ হাজার ভোটে এগিয়ে আছেন।

তবে পশ্চিমবঙ্গে সবচেয়ে আলোচিত কেন্দ্র ব্যারাকপুর কেন্দ্র। সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী পার্থ ভৌমিক ও বিজেপির বাহুবলী নেতা অর্জুন সিং। কখনো পার্থ ভৌমিক এগিয়ে থাকলে কখনো আবার অর্জুন সিং এগিয়ে যাচ্ছেন। তবে তৃতীয় রাউন্ড শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button