Top Newsআন্তর্জাতিক

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকুন

মোহনা অনলাইন

এ বছর তিন বিজ্ঞানী চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেয়েছেন দুই মার্কিন মার্কিন বিজ্ঞানী ভিক্টর অ্যাম্বর ও গ্যারি রাভকান।  মাইক্রোআরএনএ নিয়ে গবেষণার কৃতিত্ব স্বরূপ নোবেল বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) নরওয়ে সময় সকালে এই পুরস্কার ঘোষণা শুরু হয়। আজ প্রথম দিন ঘোষণা করা হয়েছে চিকিৎসায় নোবেল বিজয়ীর নাম।

নোবেলজয়ীরা বিজ্ঞানীরা প্রত্যেক পাবেন একটি করে নোবেল মেডেল, একটি সনদপত্র এবং মোট ১১ মিলিয়ন বা ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা বা প্রায় ১০ লাখ ৬৭ হাজার মার্কিন ডলার।

বাংলাদেশী টাকায় যা প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকার মতো! তিন জন নোবেলজয়ীর মধ্যে এই অর্থ ভাগ দেওয়া। গতবছর চিকিৎবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন হাঙ্গেরির ক্যাতালিন ক্যারিকো ও যুক্তরাষ্ট্রের ড্রু ওয়াইজম্যান। করোনাভাইরাসরোধী কার্যকর এমআরএনএ ভ্যাকসিন গবেষণার জন্য তারা এ পুরস্কার দেওয়া হয়।

ভিক্টর অ্যাবব্রোস ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৯ সালে ম্যাসাচুয়েটস ইনস্টিটিউট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত একই প্রতিষ্ঠানে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। ১৯৮৫ সালে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ, ম্যাসাচুয়েটসের প্রধান গবেষক হন। বর্তমানে তিনি ম্যাসাচুয়েটস মেডিকেল স্কুল বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল সাইন্সের প্রফেসর হিসেবে কাজ করছেন।

অপরদিকে গ্যারি রাভকুন ১৯৫২ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। তিনি ১৯৮৫ সালে ম্যাসাচুয়েটস জেনারেল হাসপাতাল এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের প্রধান গবেষক হন। বর্তমানে এখানেই জেনেটিকসের প্রফেসর হিসেবে কাজ করছেন তিনি।

গত বছর এই পুরস্কার জিতেছিলেন ক্যাথলিন কারিকো এবং ড্রিউ ওয়েইসম্যান। এমআরএন করোনা টিকা আবিস্কারের জন্য তাদের পুরস্কারটি দেওয়া হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button