Top Newsজাতীয়

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রথম নারী পরিচালক

মোহনা অনলাইন

রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্যাপ্টেন তাসমিন দোজা। ১৪ অক্টোবর ২০২৪ তারিখ এক অফিস আদেশে তাকে চিফ অব ট্রেনিং থেকে ফ্লাইট অপারেশন্স পরিদপ্তরের পরিচালক করা হয়েছে।

ক্যাপ্টেন তাসমিন ১৯৯৩ সালে বিমানের ক্যাডেট পাইলট হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৬ সালে অ্যাডভান্স টার্বোপ্রপ এয়ারক্রাফটের ফার্স্ট অফিসার হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে তিনি এয়ারবাস-৩১০, এফ-২৮, বোয়িং ৭৩৭ এবং বোয়িং ৭৮৭ উড়োজাহাজের পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ফ্লাইট ডাটা মনিটরিং (এফডিএম) টিমের নেতৃত্ব দেন এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট অপারেশন ইন্সপেক্টর হিসেবেও দায়িত্বে ছিলেন। তিনি এফ-২৮ ও বোয়িং ৭৩৭ এর ইন্সট্রাকটর পাইলট ছিলেন। এছাড়াও তিনি বোয়িং ৭৮৭ এর ফ্লাইট ট্রেনিং ইন্সট্রাক্টরের দায়িত্ব পালন করেন।

ক্যাপ্টেন তাসমিন দোজা ঢাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্য বিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে পিএ-৩৮ মডেলের উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ নেন। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের ব্রিটিশ অ্যারোস্পেস থেকে এটিপি, ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে এয়ারবাস এ-৩১০, ২০০১ সালে গারুদা ইন্দোনেশিয়া ট্রেনিং সেন্টার থেকে এফ-২৮, ২০১০ সালে সিংগাপুরে বোয়িং ট্রেনিং অ্যান্ড ফ্লাইট সার্ভিস থেকে বোয়িং-৭৩৭ এবং ২০১৯ সালে একই প্রতিষ্ঠান থেকে বোয়িং-৭৮৭ ড্রিমলাইনার চালানোর ওপর উচ্চতর প্রশিক্ষণ নেন।

ক্যাপ্টেন তাসমিন দোজা‘র পাইলট এবং কো-পাইলট হিসেবে প্রায় ১২,৬৪৩ ঘণ্টা এবং প্রশিক্ষক হিসেবে ফকার এফ-২৮ এবং বোয়িং-৭৩৭ মিলিয়ে প্রায় ৩ হাজার ঘণ্টা উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button