বিনোদন

দেশের ৮৪ প্রেক্ষাগৃহে শাকিবের ‘দরদ’

মোহনা অনলাইন

ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় সিনেমা ‘দরদ’ আজ (১৫ নভেম্বর) শুক্রবার বাংলাদেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। তবে, ‘দরদ’ শুধু দেশেই নয়, একযোগে ২০ টি দেশেও মুক্তি পাচ্ছে ছবিটি। যদিও আন্তর্জাতিকভাবে কতগুলো প্রেক্ষাগৃহে ‘দরদ’ দেখা যাবে, তার সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

প্রায় চার বছর পর ঈদের বাইরে সিনেমা নিয়ে এলেন ঢাকাই সিনেমার কিং খান। গতকাল বিকেলে ইউটিউবে মুক্তি পায় ছবির হিন্দি সংস্করণের গান ‘লুট লে তু’। তার আগে গত ১১ নভেম্বর মুক্তি পায় ‘জিসম মে তেরে’ শিরোনামে আরও এক গান। সিনেমার গল্পে দেখা যাবে স্ত্রীর প্রতি গভীর ভালোবাসায় মগ্ন এক যুবককে। ছবিতে শাকিবের নায়িকা বলিউডের অভিনেত্রী সোনাল চৌহান। ইমরান হাশমির বিপরীতে ২০০৮ সালে ‘জান্নাত’ সিনেমার মধ্যদিয়ে বলিউডে অভিষেক হয়েছিল এই অভিনেত্রীর।

ঈদ ছাড়া বড় বাজেটের সিনেমা মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙেছে ‘দরদ’;  অনন্য মামুন বলছেন,  ‘‘আমার আত্মবিশ্বাস আছে দর্শক ‘দরদ’ দেখলে খারাপ বলতে পারবেন না।’’

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া প্রমুখ।

এদিকে অগ্রীম টিকিট বিক্রি প্রসঙ্গে হল মালিকরা জানান, ওপেনিং ডে’র রেসপন্স সন্তোষজনক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button