বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট সৈয়দা শাহীন আরা লাইলীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া রিটটি করেন।
রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর ২৯ ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে।
তথ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনসহ (বিটিআরসি) সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। রিটকারীর আইনজীবী বলেন, ‘ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে। ভারতীয় টিভি চ্যানেলে বিভিন্ন উসকানিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে।
আইনের ১৫ ধারায় অনুমোদিত চ্যানেল সঞ্চালন বা সম্প্রচার স্থগিতকরণ ইত্যাদি বিষয়ে বলা আছে। আর ১৯ ধারায় সম্প্রচার বা সঞ্চালনের ক্ষেত্রে বাধানিষেধ অর্থাৎ সেবা প্রদানকারী কেব্ল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে যেসব অনুষ্ঠান সম্প্রচার বা সঞ্চালন করতে পারবে না তা উল্লেখ রয়েছে। এ ছাড়া ভারতীয় চ্যানেলে বাংলাদেশের সংস্কৃতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠান অবাধ সম্প্রচারের ফলে যুবসমাজ ধ্বংসের সম্মুখীন। তারা কোনো আইন মানছে না। এসব কারণে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বন্ধ চাওয়া হয়েছে।’
আইনের ১৯(১৩) উপধারায় এবং বিধিমালার ৯(১৩) উপবিধিতে বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার না করার বিষয়ে বলা রয়েছে। এ ছাড়া আইনের ২০ ধারায় জনস্বার্থে কেব্ল টেলিভিশন নেটওয়ার্কের কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষমতার বিষয়ে বলা রয়েছে।