
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্টের দৃষ্টিতে এবার ‘কান্ট্রি অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা দেশ বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনমিস্ট। গণমাধ্যমটির সংক্ষিপ্ত তালিকায় রানার আপ হয়েছে সিরিয়া। তারপর রয়েছে আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড।
অভিজাত ম্যাগাজিনটি গত ১৯ ডিসেম্বর তাদের ওয়েবসাইটে এক ঘোষণায় বলে, ‘আমাদের বিজয়ী বাংলাদেশ, যারা স্বৈরশাসকের অবসান ঘটিয়েছে।’
ইকোনমিস্ট বলেছে, ২০২৪ সালে বাংলাদেশে ঘটে যাওয়া রাজনৈতিক পটপরিবর্তনকে যোগ্যতার মাপকাঠি হিসেবে নেওয়া হয়েছে। বছরটিতে বিজয়ী দেশ হচ্ছে বাংলাদেশ। বছরটিতে এক স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশ।
ইকোনমিস্ট লিখেছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের দীর্ঘ শাসনামলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারলেও ধীরে ধীরে দমনমূলক হয়ে ওঠেন তিনি।
শেখ হাসিনার আমলে ভোট কারচুপি, বিরোধীদের কারাবন্দি ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ ঘটেছে।
বাংলাদেশে ক্ষমতা বদলের সময় সহিংসতার পুরনো ইতিহাস রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, দেশটির অন্যতম বিরোধী দল বিএনপিও দুর্নীতিগ্রস্ত। তাছাড়া দেশটিতে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের ঝুঁকিও রয়েছে।
তারপরও বাংলাদেশে পরিবর্তন নিয়ে আশাবাদী ইকোনমিস্ট। প্রতিবেদনে বলা হয়, ছাত্র-জনতা ও সেনার সমর্থনে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার এই পরিবর্তনের নেতৃত্ব দিচ্ছে। দেশটিতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার।