
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল, সেই সরকারের মেয়াদও পাঁচ মাস ছাড়িয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যে ‘অভাবনীয়’ সমর্থন নিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করেছিল, সেটা এখন ক্ষয়ে যেতে শুরু করেছে বলে মনে করছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি)।
আইসিজি বলছে, অন্তর্বর্তীকালীন সরকার শুধু অন্যান্য রাজনৈতিক শক্তির বিভেদ ঠেকাতে হিমশিম খাচ্ছে না, দৈনন্দিন ব্যবস্থাপনা নিয়েও জনসমালোচনার মুখে পড়েছে। এছাড়া, প্রতিশ্রুত সংস্কারকাজ শেষ করতে তত চাপে পড়ছে।
গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও এর সদস্যদেশগুলো কী উদ্যোগ নিতে পারে, তা নিয়ে গতকাল বৃহস্পতিবার ক্রাইসিস গ্রুপ তাদের মতামত তুলে ধরেছে।
ইইউ ও এর সদস্যদেশগুলো কোথায় শান্তির সম্ভাবনা বাড়াতে পারে, তা চিহ্নিত করে প্রতিবছর ক্রাইসিস গ্রুপ ‘ইইউ ওয়াচ লিস্ট’ বা ‘ইইউ পর্যবেক্ষণ তালিকা’ প্রকাশ করে।
এ বছরের তালিকায় বাংলাদেশ ছাড়াও ইউক্রেন, সিরিয়া, ইসরায়েল-ফিলিস্তিন, ইরানসহ বেশ কয়েকটি দেশের নাম রয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে শিরোনাম, ‘বাংলাদেশ: গণতান্ত্রিক উত্তরণে উভয়সংকট’।